Thursday, July 31, 2025
Homeদিনাজপুরপ্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে হিলিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে হিলিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ চেয়ে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১ হাজার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এম এ রাফেউল আলম, সাধারণ সম্পাদক এইচএম আওলাদ, বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। শিক্ষা মৌলিক অধিকার — তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তারা আরও বলেন, বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতির প্রতীক। তারা ১৭ জুলাইয়ের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে শিক্ষা বৈষম্য দূর করার আহ্বান জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর