Thursday, May 15, 2025
Homeখেলাধুলাপ্লে-অফের আগেই আইপিএল ছাড়বেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার

প্লে-অফের আগেই আইপিএল ছাড়বেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

স্পোর্টস ডেস্কঃ
প্লে-অফের আগেই আইপিএল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) অংশ নিতে ২৫ মে’র মধ্যে ভারত ছাড়তে পারেন তারা।

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা না হলে, অর্থাৎ স্বাভাবিকভাবে আইপিএল চলতে থাকলে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জেরে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় গতকাল নতুন সূচি ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ।

নতুন সূচি অনুসারে, মাঝখানে ৯ দিন বিরতির পর আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। যার ফাইনাল ৩ জুন।

কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) ক্রিকেটারদের ছাড়পত্ত (এনওসি) দিয়েছে আগের নির্ধারিত ২৫ মে (স্বাভাবিক সূচিতে যেদিন ফাইনাল হওয়ার কথা ছিল) পর্যন্ত। আইপিএল পিছিয়ে গেলেও এনওসির সময়সীমা বৃদ্ধি করেনি সিএসএ।

অর্থাৎ যদি সিএসএ এনওসির সময়সীমা বৃদ্ধি না করে তাহলে কাগিসো রাবাদা (গুজরাট টাইটানস), লুঙ্গি এনগিদি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (লখনৌ সুপার জায়ান্টস), রায়ান রিকেলটন, করবিন বোস (উভয়ই মুম্বাই ইন্ডিয়ানস), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস) এবং উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ) ২৫ মে’র মধ্যে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন এবং ৩০ মে দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ফলে তারা আইপিএল প্লে-অফ থেকে ছিটকে পড়বেন। তবে বিষয়টি সুরাহা করতে সিএসএ ও বিসিসিআইয়ে মধ্যে আলোচনা চলমান।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের গুরুত্ব বিবেচনা করে সিএসএ আশা করছে, বিসিসিআই তাদের সিদ্ধান্ত বুঝবে এবং ৩ জুন পর্যন্ত এনওসি বাড়ানোর অনুমতি না দিলেও তা গ্রহণযোগ্য হবে। তবে সিএসএ শঙ্কিত, এই সিদ্ধান্ত দুই বোর্ডের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী জাতীয় দলের কোচ শুকরি কনরাড এবং জাতীয় দল ও হাই-পারফরম্যান্সের পরিচালক এনক এনকওয়ে বলছেন, ২৫ মে’র সময়সীমাই এখনও পর্যন্ত কার্যকর আছে।

গতকাল মঙ্গলবার ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণার পর কনরাড বলেন, ‘আইপিএল-বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি অনুযায়ী, ফাইনাল যেহেতু ২৫ তারিখে, আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখে ফিরে আসবে। যাতে তারা ৩০ তারিখের ফ্লাইটের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়। এটি এখন উর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার বিষয়। ক্রিকেট পরিচালক (এনকওয়ে) এবং সিএসএ’র সিইও ফোলেতসি মোসেকি এটি দেখছেন। আমরা খেলোয়াড়দের ২৬ তারিখে ফেরত চাই এবং আশা করছি এটি বাস্তবায়িত হবে।’

অন্যদিকে এনকওয়ে বলেন, ‘এটি অবশ্যই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, কেউ খেলবে নাকি ফিরে আসবে। তবে আমরা একটি বিষয় পরিষ্কার করেছি এবং আইপিএল ও বিসিসিআই’র সঙ্গে চূড়ান্ত আলোচনায় আছি। তা হলো- টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে আমাদের প্রাথমিক পরিকল্পনাকে মেনে চলা। ২৬ মে হবে টেস্ট দলের খেলোয়াড়দের ফিরে আসার সর্বশেষ তারিখ।’

ফাইনাল খেলতে দক্ষিণ আফ্রিকা ৩১ মে ইংল্যান্ডে যাবে এবং ৩ জুন আইপিএলের ফাইনালের দিন আরান্ডেলে জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১১ থেকে ১৫ জুন।

উল্লেখ্য, আগামী ২৭ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। আর প্লে-অফ পর্ব শুরু দুইদিন বিরতির পর ২৯ মে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর