Saturday, May 10, 2025
Homeদিনাজপুরফুলবাড়ীতে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ফুলবাড়ীতে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অটোরিকশা চুরির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি চোরচক্রকে আটক করেছে পুলিশ।

গত ৯ মে (বৃহস্পতিবার) রাতে ফুলবাড়ী থানার একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৪ মে ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুলের সামনে একজন ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে ফুলবাড়ী থানা পুলিশ এবং গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালায়।

অভিযানে চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি ব্যাটারি, একটি মোটর, একটি চার্জার, দুটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ ও একটি টায়ারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫), কাশেম ওরফে পাপ্পু (৩০), সেলিম (৩১), রফিকুল ইসলাম (২৬) এবং সামিউল আলম রতন (৪২)। তাদের মধ্যে চারজন ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং একজন নবাবগঞ্জ উপজেলার।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর