Tuesday, May 6, 2025
Homeকুড়িগ্রামফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, চার লাখ টাকা জরিমানা

ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, চার লাখ টাকা জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাঁধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার একদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টর গুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম সোমবার রাত ৮ টায় জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে ধরলা নদীর প্রটেকশন বাঁধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টর গুলো থানায় আটক আছে। টাকা পরিশোধ সাপেক্ষে আটক ট্রাক্টর গুলো ছেড়ে দেয়া হবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর