Saturday, July 5, 2025
Homeকুড়িগ্রামফুলবাড়ীতে আন্ত: উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদ্‌যাপন পর্ষদের সভাপতি শুশীল ও সম্পাদক কার্তিক

ফুলবাড়ীতে আন্ত: উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদ্‌যাপন পর্ষদের সভাপতি শুশীল ও সম্পাদক কার্তিক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্ত: উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদ্‌যাপন পর্ষদের সভাপতি শুশীল কুমার রায় ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকারকে সভার সম্মতি ক্রমে পুনরায় নির্বাচিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পূর্ব চন্দ্রখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আন্ত: উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদ্‌যাপন পর্ষদের সভাপতি শুশীল কুমার রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হরিশংকর রায়ের সঞ্চালনায় পঞ্চ-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এ পঞ্চ-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, শংকর কুমার সেন, কিশোরী চন্দ্র রায়, ভারত চন্দ্র রায়, কার্তিক চন্দ্র সরকার, শুশীল চন্দ্র রায়, শুষেন কুমার রায়, অনীল চন্দ্র রায়, স্বপন কুমার অধিকারী, খগেন্দ্র চন্দ্র সরকার, অমল চন্দ্র রায়, গোপাল চন্দ্র রায়, বীরেন্দ্র নাথ রায়, প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

এরপর বিকাল ৩ টায় পঞ্চ-বার্ষিক অধিবেশনে সহসভাপতি কানাই লাল সেনের সভাপতিত্বে ও শংকর চন্দ্র সেনের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিতীয় অধিবেশনে সভার সিংহ ভাগ সদস্যদের সমর্থনে আগামী পাঁচ বছরের জন্য আন্ত:উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদ্‌যাপন পর্ষদের পুনরায় শুশীল কুমার রায়কে সভাপতি ও কার্তিক চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর