Thursday, May 1, 2025
Homeকুড়িগ্রামফুলবাড়ী সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় বাংলাদেশি যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় বাংলাদেশি যুবক আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :২৫.০৪.২৫ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫এপ্রিল) আটক যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে দুপুর সাড়ে ১২ টার দিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এ এস আই শামীম।

আটক বাংলাদেশি যুবকের নাম শফিয়ার রহমান (৩২)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ ব্যা বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার ৪ এর পাশ থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যান্তরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার রাতে বিজিবি আটক বাংলাদেশি শফিয়ার রহমানকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।

এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে আটক বাংলাদেশি যুবককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে ।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর