রংপুর নিউজঃ
ফেনীতে কাক ডাকা ভোরে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে তাদের আটক করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোরে ফেনী শহরের কলেজ রোড থেকে ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়।
আটকরা হলেন, ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), একই এলাকার শামসুদ্দিনের ছেলে শিবির আহাম্মদ (৩৬) ও সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু (৩২)। তারা সবাই পরিবারের সঙ্গে সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জানা যায়, গত ৫ আগস্টের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি। এরই মধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।