Friday, July 18, 2025
Homeদিনাজপুরবড়পুকুরিয়ায় পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাত বিচ্ছিন্ন

বড়পুকুরিয়ায় পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাত বিচ্ছিন্ন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশের চৌহাটি গ্রামে পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণে ইলিয়াস আলী (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিস্ফোরণে তার ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ইলিয়াস কয়লাখনির ডাম্পিং এলাকা থেকে একটি ধাতব বস্তু কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। পরে সেটিকে মোবাইলের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত করলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির ডাম্পিং এলাকাটি তারকাঁটা দিয়ে ঘেরা হলেও স্থানীয়রা প্রায়শই সেখানে প্রবেশ করে কয়লা সংগ্রহ করে থাকেন। এ সময় তারা পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস বা ডেটোনেটরের মুখোমুখি হন, যেগুলোর ঝুঁকিপূর্ণতা সম্পর্কে তারা অবগত নন।

একজন খনি শ্রমিক জানান, “ডেটোনেটর মূলত ভূগর্ভস্থ কয়লা উত্তোলনে বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়। অনেক সময় এগুলো খনির বর্জ্যের সঙ্গে ডাম্পিং এলাকায় পড়ে থাকে। এগুলোর কোনটি সচল, কোনটি নিষ্ক্রিয়—তা নির্ণয় করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।”

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি ডেটোনেটর, যা খুবই স্পর্শকাতর। ডাম্পিং এরিয়া থেকে কেউ এটি সংগ্রহ করেছে বলে ধারণা করছি। বিষয়টি নজরে আসার পর আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, কয়লা খনি কর্তৃপক্ষকে পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য অপসারণে আরও তৎপর হতে হবে। সেই সঙ্গে প্রশাসনের উচিত এই এলাকাকে নিরাপদ রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর