Tuesday, May 13, 2025
Homeনীলফামারীবড় দুর্ঘটনার ঝুঁকিতে শ্যামের ঘাট বেইলি ব্রিজ

বড় দুর্ঘটনার ঝুঁকিতে শ্যামের ঘাট বেইলি ব্রিজ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শ্যামের ঘাট এলাকার বেইলি ব্রিজটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। জরুরি কাজে দ্রুতগতিতে চলতে গিয়ে মোটরসাইকেল বা বিভিন্ন গণপরিবহনের চালকেরা প্রায়ই ব্রিজটির গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। ব্রিজটি ডিমলা ও ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে যাওয়ার একমাত্র সড়কপথ। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করে।

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বুড়ি তিস্তা নদীর উপর অবস্থিত শ্যামের ঘাটের এই বেইলি ব্রিজ। দীর্ঘদিন ব্যবহারে এবং ভারী যানবাহনের চাপের কারণে ব্রিজটির বিভিন্ন স্থানে ক্ষয় ধরেছে এবং ছিদ্র হয়ে গেছে। এসব ছিদ্রের ফলে ব্রিজটি পরিণত হয়েছে মরণফাদে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন,‘দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্রিজটি ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। ব্রিজের সব স্থানে বড় বড় ছিদ্র হয়ে গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। কিন্তু দেখার মত কেউ নেই।’

আলমগীর হোসেন নামে আরেক ব্যক্তি বলেন,‘যারা নিয়মিত যাতায়াত করে তারা ব্রিজটি সম্পর্কে জানে এই জন্য দেখে শুনে যায়। কিন্তু যারা হঠাৎ করে আসে তাদের এই ব্রিজ সম্পর্কে ধারণা না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে এই ব্রিজটি রাতে মরণফাদে পরিণত হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এবং এলাকার বাসিন্দা জাফর হোসেন জাকির বলেন, ‘ডিমলা উপজেলা নির্বাহী অফিসারকে দীর্ঘদিন ধরে ব্রিজটির ভয়াবহ অবস্থা সম্পর্কে জানিয়ে আসছি। সর্বশেষ ৫ মে গণস্বাক্ষরের ভিত্তিতে একটি দরখাস্ত দাখিল করেছি। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জনস্বার্থে দ্রুত যদি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হয় প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করে কর্মসূচি দিতে বাধ্য হবো।’

বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী বলেন,‘ইউনিয়ন পরিষদের অর্থায়নে কয়েকবার ব্রিজটি মেরামত করা হয়েছে। প্রতিবারই দুর্ঘটনার খবর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। কিন্তু উপজেলা প্রকৌশল বিভাগ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। হয়ত কেউ প্রাণ হারালে তখনই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন,‘ব্রিজটি পরিদর্শন করে দ্রুত এটি সংস্কার ও চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর