মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর এক পথসভায় দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাসেদ প্রধান বলেছেন, “যেই নৌকা ডুবে গেছে, সেই নৌকা আর উঠতে দেওয়া হবে না। বাংলাদেশে ভারতীয় আধিপত্য ও আগ্রাসন আর মেনে নেওয়া হবে না।”
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড়ে আয়োজিত একটি পথসভায় এসব মন্তব্য করেন তিনি। পথসভাটি গণঅভ্যুত্থান স্মরণে ও ‘আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ গণসংযোগ ও র্যালি শেষে অনুষ্ঠিত হয়।
রাসেদ প্রধান বলেন, “বাংলাদেশের সেনানিবাসে ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি একটি উদ্বেগজনক বিষয়। বিশেষ করে এমআইএসটি-তে এখনো চারজন ভারতীয় সেনা কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন—তা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই। তারা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। ৫ আগস্ট ছিল তাদের কবর রচনার দিন।”
ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের পানি আগ্রাসন, সীমান্ত হত্যা, পুশইন এবং জমি দখলের মতো বিষয়গুলো অব্যাহত থাকলে ভারতের বিরুদ্ধেও ভবিষ্যতে আন্দোলন গড়ে তোলা হবে।”
আওয়ামী লীগের বিরুদ্ধে চাঁদাবাজি, বৈষম্য ও ফ্যাসিবাদের অভিযোগ এনে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদমুক্ত, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং প্রকৃত গণতন্ত্রের বাংলাদেশ।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল প্রধান, জেলা সভাপতি অ্যাডভোকেট নুরুন নবী, সাংগঠনিক সম্পাদক অরুণ রায় এবং জেলা সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম।