Thursday, July 31, 2025
Homeদিনাজপুরবার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধীদের পাশে হাকিমপুর উপজেলা প্রশাসন

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধীদের পাশে হাকিমপুর উপজেলা প্রশাসন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শারীরিকভাবে অক্ষম, গরিব ও দুস্থ পাঁচজন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি, সুদমুক্ত ক্ষুদ্রঋণ আদায়ে গ্রাম কমিটির সভাপতি ও সম্পাদকের করণীয় শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেন।

এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে গ্রাম কমিটির ভূমিকা এবং আদায়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা ফিল্ড অফিসার আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর