Saturday, July 12, 2025
Homeপঞ্চগড়বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, মিথ্যা মামলা ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (১২ জুলাই) দুপুরে হালুয়া পাড়া এলাকায় নিজ বাড়ির আঙিনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা। এতে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আলম, শফিয়ার রহমানসহ আরও অনেকে। এ সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বসবাস করে আসছেন এবং বিনিময় সূত্রে প্রায় ৭০০-৭৫০ বিঘা জমির মালিক ছিলেন। কিন্তু বিএনপি নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহানের পিতা বদিউজ্জামান কানুনগো থাকায় জমির কাগজপত্র জাল করে ওইসব জমির মালিকানা নিজেদের নামে করে নেন।

ভুক্তভোগীরা জানান, সরকারি দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও জমির প্রকৃত মালিকানা ফিরে পাননি। বর্তমানে তারা মাত্র ৪০ বিঘা জমিতে চাষাবাদ করছেন, কিন্তু সেখানেও বাধা দিচ্ছেন বিএনপি নেতা শাহজাহান। অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে তার অনুসারীদের দিয়ে হামলা চালানো হচ্ছে, দেওয়া হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি। এমনকি পুলিশি হয়রানির শিকারও হচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সরকারের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, “আমরা কারো জমি দখল করিনি, হামলাও করিনি। বরং তারাই আমাদের বিরুদ্ধে মামলা করেছে। বসার কথা ছিল গত ২৫ জুন, কিন্তু তারা আর বসেনি। এখন নানা অজুহাতে সমস্যা তৈরি করছে। আমরা চাই গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ হোক।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর