Saturday, May 10, 2025
Homeঅর্থনীতিবিকাশে পেমেন্ট ও রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধা

বিকাশে পেমেন্ট ও রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

বায়োমেট্রিক লগইনের পাশাপাশি এবার বায়োমেট্রিক ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্টের’ মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জ করার সুবিধা চালু হয়েছে বিকাশ অ্যাপে। এর ফলে বিকাশ অ্যাপ ব্যবহারকারীদের লেনদেন হবে এখন আরও নিরবচ্ছিন্ন, দ্রুত ও নিরাপদ।

জানা যায়, এখন থেকে ১০০০ টাকা পর্যন্ত যেকোনো বিকাশ পেমেন্ট ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে গ্রাহককে বার বার পিন বা গোপন নম্বর দিতে হবে না। ফলে পিন ভুলে যাওয়া কিংবা বেহাত হওয়ার বিড়ম্বনা এড়িয়ে পেমেন্ট ও মোবাইল রিচার্জ এখন আরও ঝামেলাহীন, সহজ। একইসঙ্গে বাড়লো বিকাশ অ্যাপের নিরাপত্তাও।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে এই সেবাটি চালু করতে পারবেন। সেবাটি চালু করতে লগইন স্ক্রিন অথবা গ্রাহকের প্রোফাইল থেকে (যদি ইতোমধ্যে লগইনের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চালু না থাকে) বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পরের ধাপে পিন দিয়ে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করতে হবে। এরপর থেকে প্রতিবার লগইন ও লেনদেন করতে আর পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করেই গ্রাহকরা বিকাশ অ্যাপে লগইন ও লেনদেন করতে পারবেন। প্রয়োজনমতো গ্রাহক আবার অ্যাপের প্রোফাইল থেকে ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন।

প্রসঙ্গত, নতুন কোনো ডিভাইস থেকে লগইন করলে, পিন পরিবর্তন করলে বা অ্যাপ আন-ইন্সটল করলে সেবাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সেবাটি আবার চালু করতে হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগইন ও লেনদেন চালু করার এক বছর পর আবার নতুন করে সেবাটি চালু করে নিতে হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর