গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামে ট্রেনে কেটে একজনের ও বিদ্যুৎস্পৃষ্টে বিরামপুর হাসপাতালে একজনের মৃত্যু ঘটেছে।
রবিবার (১১ মে) দুপুরে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ আউটারের কল্যাণপুরে তালিম নামে চল্লিশোর্দ্ধ এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এসময় তার সাথে থাকা তিন বছরের একটি শিশু আহত হয়ে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি বিরামপুর পৌর এলাকার কাজীপাড়ায় শ্বশুরবাড়ি ঘরজামাই থাকতেন। ঘটনার তদন্তকারী পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বিরামপুরের পার্শ্ববতী নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্টপুর গ্রামে রবিবার (১১ মে) দুপুরে গোয়াল ঘরে ফ্যান লাগাতে গিয়ে মৃত: আজিজুর রহমানের ছেলে আনিছুর ইসলাম (৩২) বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর দুইটার দিকে তার মৃত্যু ঘটে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক হাসপাতাল পরিদর্শন করেছেন এবং বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।