গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বালু বোঝায় মেসি গাড়ির চাপায় ইমন হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের সাকো হোসেনের ছেলে। সে ঘটনাস্থল এলাকায় নানির বাড়িতে থাকতেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে উপজেলার ঘাসুড়িয়া নদীর ঘাট এলাকা থেকে বালু বোঝায় করে একটি মেসি গাড়ি কাটলা বাজারের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় চলন্ত গাড়িতে ইমন লাফ দিয়ে উঠে খেলা শুরু করে। এক সময় অসাবধানতাবশত গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে মেসি গাড়িতে চাপা খায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, গুরুতর আহত অবস্থায় ইমন হোসেন নামের এক কিশোরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে মধ্যে পাড়া পাথরখনি এলায় তার মৃত্যু হয়।