Saturday, May 3, 2025
Homeদিনাজপুরবিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা

বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌরসভার দেবীপুর বনখঞ্জা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন শ্রীমতী সিমলা। প্রেমিক শ্রী মেঘনাথ চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। সিমলার দাবি, ছয়-সাত বছর ধরে মেঘনাথ তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে আসছিলেন। একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করলেও শেষ পর্যন্ত তাকে ফাঁকি দিয়েছেন মেঘনাথ। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেঘনাথ কৌশলে সিমলাকে মামা আপন (৪৫) এর ফাঁকা বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্ত প্রেমিক পালিয়ে যান। পরে স্থানীয়রা সিমলাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এই ঘটনার পর ১১ ফেব্রুয়ারি মেঘনাথের বাড়ির সামনে এসে অনশন শুরু করেন সিমলা। তিনি বলেন, মেঘনাথ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। আমার পরিবার বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে আমার পরিবার অন্যত্র বিয়ে দিলেও মেঘনাথের কারণে সেই বিয়েও ভেঙে যায়। এখন সে আমাকে ফাঁকি দিচ্ছে। যদি বিয়ে না করে, তাহলে আমি এখানেই আত্মহত্যা করবো। মেঘনাথের বড় ভাই শান্ত বলেন, ৯ তারিখে তারা দু’জন একসঙ্গে আমার মামার বাড়িতে ছিল। তারপর থেকে আমার ছোট ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। উপপরিদর্শক (এসআই) দুলু জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্ত পলাতক। তার পরিবারকে বলা হয়েছে, মেঘনাথকে হাজির করে বিষয়টি মীমাংসা করতে হবে। মেঘনাথকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। এদিকে, প্রেমিকের অনুপস্থিতিতে অনশন চালিয়ে যাচ্ছেন সিমলা, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর