গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ১২টি ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত কামাল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) গভীর রাতে বিরামপুর উপজেলার টাটকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার (২৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন (৫২) বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, কামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট ১২টি ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা মূলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, কামাল একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাঁর গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।
Facebook Comments Box