Home ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর, বিচারের দাবিতে হাবিপ্রবিতে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর, বিচারের দাবিতে হাবিপ্রবিতে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর, বিচারের দাবিতে হাবিপ্রবিতে মশাল মিছিল

মোঃ আরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুরের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (৫ জুলাই) রাত আটটায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি ক্যাম্পাসের প্রধান গেট থেকে আরম্ভ হয়ে মূল সড়ক হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি সামনে এসে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখা এ আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, জুলাই আন্দোলনের পর আমাদের প্রত্যাশা ছিলো একটি নিরাপদ ক্যাম্পাসের। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আবার আগের মতো সন্ত্রাসী কর্মকান্ড ক্যাম্পাসগুলোতে পরিচালনা করা হচ্ছে। অথচ বর্তমান প্রশাসন নিরব দর্শকদের মতো ভূমিকা পালন করছে যা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে শংকিত করতে পারে।

এসময় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসরুমে ছাত্রদলের এক কর্মী শামীম আশরাফীর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে তিনি বলেন, আমরা দেখেছি জুলাই আন্দোলনে হাবিপ্রবি সাংবাদিক সমিতি কিভাবে আমাদের পাশে ছিলো। অথচ সেই সাংবাদিকদের অফিসরুমে হামলা চালালেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here