Home আন্তর্জাতিক বিশ্বে প্রথম রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান!

বিশ্বে প্রথম রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান!

রংপুর ‍নিউজ ডেস্কঃ

রাফায়েল বিশ্বে প্রথম শ্রেণির অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধবিমান। ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। কিন্তু সম্প্রতি সীমান্ত সংঘর্ষে পাকিস্তান একটি ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে বলে ফ্রান্সের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, যা এই ফাইটার জেটটির গৌরবময় ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে ধ্বংসের ঘটনা।

রাফায়েল বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়। এটি ১০ টন ওজনের এবং দুটি শক্তিশালী ইঞ্জিন দিয়ে চালিত। এটি ৩০ মিমি অভ্যন্তরীণ কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকে।

এই সাম্প্রতিক সংঘর্ষ শুরু হওয়ার আগে ভারতীয় বিমান বাহিনীর হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ছিল, যা ফ্রান্স থেকে একটি বড় প্রতিরক্ষা চুক্তির আওতায় সংগ্রহ করা হয়।

৬ মে মধ্যরাতে পাল্টাপাল্টি হামলায় পাক-ভারত সীমান্তে ফের উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান এও দাবি করে যে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটিই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা রাফায়েল। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু না বললেও, ফরাসি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, যে অন্তত একটি রাফায়েল ধ্বংস হয়েছে-যা ইতিহাসে নজিরবিহীন।

পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং রাডার দিয়ে সজ্জিত যা উচ্চ আকাশে এবং দূরপাল্লায় প্রতিপক্ষের বিমানের গতিবিধি শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম।

রাফায়েলে অতি উচ্চ গতি, কৌশল এবং প্রতিরক্ষামূলক প্রযুক্তি থাকা সত্ত্বেও যদি তা ভূপাতিত করা হয় তাহলে তা পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার নিদর্শন।

এদিকে বিভিন্ন প্রশ্ন উঠেছে এটি কী তবে ভারতের দুর্বলতা, যুদ্ধবিমানটির প্রযুক্তিগত ত্রুটি নাকি পাইলটের ভুল কৌশল। সেই সঙ্গে নয়াদিল্লির যুদ্ধকৌশলে কি তথ্যগত ঘাটতি ছিল তাও অনেকের মনে প্রশ্ন হয়ে দেখা গেছে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here