বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নের পুলহাট এলাকার মৃত আবুল কাশেমের দুই ছেলে ফারুক (৫৫) ও ফরিদুল (৫৩) উভয়ের মাঝে দীর্ঘদিন হতে পৈত্রিক জমা জমি, মিল চাতাল ও গোডাউন নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ‘২০২৪ বিকেলে উভয়ের মাঝে সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় ফারুক ও ছেলে মেহেদী হাসান মেরাজ। আহতদের প্রথমে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে আহত ফারুকের অবস্থা আশংকা জনক। এ ব্যাপারে সরে জমিনে গেলে ফারুকের স্ত্রী মোছাম্মদ মেরিনা বেগম এবং কন্যা এ্যাড. ফারজানা যৌথ বিবৃতিতে জানান দীর্ঘদিন থেকে তাদেরকে হকদারের হক তথা পৈত্রিক সম্পত্তির ভাগ না দিয়ে বঞ্চিত করে রেখেছে ফরিদুল ইসলামসহ তার স্ত্রী কন্যারা। ফরিদুল ইসলাম গ্রাম্য টাউটদের কু-পরামর্শে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি কৌশলে ও বে-আইনিভাবে পিতা মৃত্যুর ৩ ঘন্টা পুর্বে দলিল করে নিয়ে আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত আছে মর্মে তাদের অভিযোগ।অভিযুক্ত ফরিদুলের মুখোমুখি হলে সে জানায় কোন জালিয়াতি বা প্রতারণা করা হয় নাই তার পিতা মরহুম আবুল কাশেম জীবদ্দশায় তাকে এবং তার নাবালক পুত্রকে জমিগুলো দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন। লিখে দেওয়ার পরেও সেখানে আরো জমি আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফরিদুল জানায় ১২/১৪ শতক জমি থাকতে পারে। কিন্তু আপোষ-মীমাংসায় না এসে অহেতুক ১২-১৪ বার আমাকে অন্যায় ভাবে মারপিট করেছে, থানায় অসংখ্য অভিযোগ রয়েছে।মারপিট ও সংঘর্ষে মারাত্মক আহত হওয়ার ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী মোসাঃ মেরিনা বেগম বাদী হয়ে ফরিদুল সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করলে একটি মামলা রুজু করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জের পৈত্রিক জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে বড় ভাই মৃত্যু শয্যায়
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর