Saturday, May 3, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে অবৈধ বালু ঘাটে ভেকুর আঘাতে প্রাণ গেল শিশুর

বীরগঞ্জে অবৈধ বালু ঘাটে ভেকুর আঘাতে প্রাণ গেল শিশুর

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ভাঁতগাও ব্রীজে অদুরে অবৈধ বালু’র ঘাটে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু আঘাতে মর্মান্তিক হত্যাকান্ড সংঘটিত হয়েছে। শুক্রবার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানী গ্রামের সাগর রায়ের ছেলে। বিচারের দাবিতে পরিবার ও এলাকাবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ সহ শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী মুন্না ট্রেডার্সের মালিক মৃত বেশার উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন রাজা, তার পার্টনার জসিম উদ্দিন ও সিরাজগঞ্জের বাসিন্দা ভেকু চালক মহিরের বিরুদ্ধে অলোক রায় বাদি হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৫, তারিখ: ০৮/১১/২৪।
পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এলাকাবাসীরা জানান,
গত বছরের কোন এক সময় তোফাজ্জল হোসেন রাজা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কাছে নদী খননের দুই তীরের স্তূপ করা বালু লট নম্বর ৩ ইজারা নিয়ে শর্তভঙ্গ করে এই পথে অপসারণ করেছেন। ইজারা মেয়াদ ২ অথবা ৩ মাসের স্থলে প্রশাসন তথা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং টেন্ডার কমিটির সভাপতি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীকে মোটা অংকের টাকার বিনিময় ম্যানেজ করে অর্থাৎ ঘুষ বানিজ্যের মাধ্যমে মাসোহারা দিয়ে অবৈধভাবে বছরের পর বছর বালু মহালের ন্যায় নদী গর্ভের বালু উত্তোলন অব্যাহত রাখে। দিবারাত্রি অবৈধভাবে বালু উত্তোলন এবং ১০ চাক্কার ডাম্প ট্রাকে পরিবহনের ফলে হুমকির মুখে রয়েছে আশ্রয়ন প্রকল্প, ভাতগাঁও ব্রীজ, সরকারী কোটি টাকা ব্যায়ে নির্মিত কাচা পাকা রাস্তা, পুল-কালভার্ট সমূহ।প্রাণনাশের আশংকাসহ ঐসব ঘটনায় এলাকাবাসী বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। বেশ কিছু দিন বালু উত্তোলন বন্ধ থাকে। সম্প্রতি তোফাজ্জল হোসেন শর্তভঙ্গের বকেয়া টাকা পরিশোধ করে আবারও কয়েকজন পার্টনার নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং টেন্ডার কমিটির সভাপতি ফজলে এলাহীকে ম্যানেজ করে জোরেশোরে অবৈধ বালু উত্তোলন শুরু করে এবং ভেকু দিয়ে এ শিশুর প্রাণনাশের ঘটনা ঘটে। ফলে সেখানে দিনব্যাপী চলে টান টান উত্তেজনা ক্ষোভ ও শোকের মাতম। ঘটনার পর ভেকু চালক পালিয়ে গেছে, আপাতত বন্ধ রয়েছে ঐ ঘাটে বালু উত্তোলন। উপজেলা সচেতনমহল জানান, একইভাবে টাকার বিনিময় ইউএনও ফজলে এলাহীকে ম্যানেজ করে আত্রাই নদী কাশিপুর মৌজা, ভোগডোমা, নর্তনদী তথা বীরগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন চলছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী’র সাথে কথা হলে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ দিনাজপুর কর্তৃক ঐসব খননকৃত বালু ইজারা দেয়া হয়, শিশু নিহতের ঘটনায় তোফাজ্জল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে বলেন। তিনি কোন ঘাট থেকে বালু উঠবে কি না সেটা নির্ভর করে পাউবো’র উপর, আমরা তাদের আইনি সহায়তা করি মাত্র কিন্তু পাউবো দিনাজপুরের এসডিই’র মোঃ মাহাতাব আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন উল্টো কথা, তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগসাজসেই বালু উত্তোলন করে চলেছে, আমাদের কে তোয়াক্কাই করে না। সচেতন মহলের দাবী সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে, শিশু হত্যার দায় পাউবো দিনাজপুর এবং ইউএনও বীরগঞ্জ এড়াতে পারে না। অভিযুক্ত তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমি ইজারা নিয়েছি, আমার কাগজপত্র আছে। এ ব্যপারেবীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুরের সাথে কথা হলে তিনি বলেন, নিহত শিশুর নানা অলোক রায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, অপরাধীদের কে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর