মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মিথ্যা, বানোয়াট ও হয়রানির প্রতিবাদে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে পাঠ করেন খামার খড়িকাদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। লিখিত বক্তব্যে তিনি বলেন, বীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী গত ৪ই ডিসেম্বরে ফেসবুক ও গণমাধ্যমে এসএসসি ফরম পূরণ বিষয়ে বানোয়াট ও মিথ্যা বক্তব্য দিয়ে এলাকায় বিভ্রান্তি ছড়াছেন, যা মোটেও কাম্য নয়। যেহেতু কোন স্কুলের প্রধান শিক্ষক ফরম পূরণ ফি বাড়ানোর বিষয়ে বা অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কোনো প্রকার কথাবার্তা বলা কিংবা সম্মতি নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসা হয় নি।
তিনি এই উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন ভাবে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসহনীয় ঘুষ দুর্নীতি এবং সকল স্কুল প্রধানের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ করেন। এছাড়াও ব্যবসায়ী ও সাধারণ জনগনকে নানা ভাবে হুমকি, অপমান ও হয়রানি করা সহ ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়।
উল্লেখ্য যে, গত ৪ই ডিসেম্বরে শিক্ষক সমিতির ব্যানারে স্বেচ্ছাচারী ইউএনও-কে প্রত্যাহারের জন্য শিক্ষক এবং জনতা মানববন্ধন করে রাস্তা অবরোধ করা হয়। প্রায় ৩ ঘন্টা পর দিনাজপুর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এসে শিক্ষক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনায় করেন এবং অতিশীঘ্রই ইউএনওকে প্রত্যাহারের আশ্বাসে মানববন্ধন তারা স্থগিত করেন। অতি শীঘ্রই এই ইউএনওকে প্রত্যাহার না করা হলে ছাত্র শিক্ষক ও জনতা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির আহ্বায়ক ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক ফশিউল আলম চৌধুরী, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, ঘোড়াবান্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, প্রাণনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আমিনা করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার সরকার, পলাশবাড়ী বি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী মুঠোফোনে সাংবাদিকদের জানান যে কেউ অভিযোগ করতে পারে!