Saturday, July 12, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অতিরিক্ত ফি আদায় এবং নিয়ম বহির্ভূত চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা, অতিরিক্ত ফি আদায় ও চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়ম থাকার অভিযোগ পাওয়া যায়। এসব কারণেই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলয় দাস, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি মো. হারুন-অর-রশিদ এবং বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন,
“জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে। অনিয়ম করে কেউ পার পাবেন না।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর