মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দবির হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সাতোর ইউনিয়নের ২৮ মাইল দলুয়া আদিবাসীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দবির দলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
দশমাইল হাইওয়ের থানার এসআই রেজাউল ইসলাম জানান, ইফতার কিনে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দবির হোসেনের মৃতদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box