Thursday, July 31, 2025
Homeকুড়িগ্রামবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কুড়িগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কুড়িগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলাম।

বক্তারা বলেন, কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন একটি একতরফা ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর