Thursday, July 31, 2025
Homeপঞ্চগড়বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে শিক্ষক ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ‘পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটি’ ও ‘শিক্ষক কল্যাণ সংস্থা’। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংগঠকরা।

তাদের দাবি, ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, যা শিশুদের প্রতি স্পষ্ট বৈষম্য।

বক্তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এবং সর্বশেষ ২০২২ সালেও এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছিল। অথচ এবার পরীক্ষার সুযোগই দেওয়া হচ্ছে না—এটা শিশুদের মনোবল ভেঙে দেবে।

তারা বলেন, বৃত্তি শুধু টাকার বিষয় নয়—এটা আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতির প্রতীক। বঞ্চিত হলে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মো. সোয়েব আলী সবুজ ও সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক বলেন, “জুলাই বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে ছিল। আমরা চাই, সেই চেতনায় সরকার বৈষম্যমূলক পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করুক।”

মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর