Home ক্যাম্পাস বেরোবি’ তে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

বেরোবি’ তে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

বেরোবি' তে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধিঃ
‘অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ’ স্লোগানকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ পরিসংখ্যান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (১৩ জুলাই, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সার্বিক সহযোগিতায় ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনের সাথে সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা একটি ইতিবাচক পদক্ষেপ। বিতর্ক এমন একটি শিল্প, যার মাধ্যমে অন্যের নিকট নিজের মনোভাব ও যুক্তি তুলে ধরা যায়। উপাচার্য বলেন, আমি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর বেরোবির একাডেমিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন। এ সময় তিনি বলেন, শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনে এ ধরনের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে আমরা অত্যন্ত আগ্রহী। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here