Saturday, July 5, 2025
Homeরাজনীতিবৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে শব্দও খরচ করতে ইচ্ছুক না : উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে শব্দও খরচ করতে ইচ্ছুক না : উমামা ফাতেমা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না দলটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

উমামা ফাতেমা বলেন, ‘আমি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়েই কথা বলতে, বিশেষ করে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না। বর্তমানে এই প্ল্যাটফরমের সঙ্গে সম্পর্কযুক্ত না, সেটা জানান দেওয়ার জন্যই আমি মূলত পোস্ট দিয়েছিলাম।

এই মুহূর্তে, হয়তো ভবিষ্যতেও আমি এই প্ল্যাটফরমের ভবিষ্যৎ নিয়ে আর মাথা ঘামাব না, তাই আমার এই বিষয়ে বর্তমানে একেবারেই আগ্রহ নেই।’

বৈষম্যবিরোধী প্ল্যাটফরম ভেঙে দেওয়া হলে গণ-অভ্যুত্থানে জনগণের বৃহত্তর অংশকে সম্পৃক্ত করা যেত উল্লেখ করে উমামা ফাতেমা বলেন, ‘আমি গত বছরের ১০ আগস্টে বলেছিলাম বৈষম্যবিরোধী প্ল্যাটফরমকে সম্পূর্ণ বন্ধ করে এটাকে ছাত্র নাগরিকদের আরো ঐক্যবদ্ধ বিশাল প্ল্যাটফরমে রূপান্তর করা যেত, এর মাধ্যমে গণ-অভ্যুত্থানকে আরো ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে জনগণের বৃহত্তর অংশকে এই অভ্যুত্থানের অংশীদার করে ফেলা যেত।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর