Friday, May 16, 2025
Homeরংপুরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে আশ্রয়কেন্দ্রে শতাধিক আশ্রিতরা নারী-পুরুষ এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এর আগে স্থানীয় রবিউল ইসলাম রবি নামে একজন রওশন জামিলের বিরুদ্ধে শল্লার বিলে লাইব্রেরি ও স্কুল নির্মাণে বাঁধা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করান বলে অভিযোগ করেন ভুক্তভোগী রওশন জামিল। তিনি দাবি করেন এমন কাজ আমি করতে পারিনা। রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন আ.লীগের দোসর। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। ৫আগস্টের আগে মীর রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দিয়েছিল। তিনিই এখন আ.লীগের দোসরদের সহযোগিতায় বিভিন্ন সময় আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

লাইব্ররী কাজে নিয়োজিত ঠিকাদার জালাল উদ্দিন ফালু মানববন্ধনে এসে বলেন, মীর রবি যে মিথ্যা তথ্য ছাড়াচ্ছে রওশন জামিলের বিরুদ্ধে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাজে কোন বাঁধা দেননি জামিল। বরং তিনি লাইব্রেরি প্রতিষ্ঠার পেছনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, রবি আ.লীগের দোসর হয়ে কাজ করছে। আমরাও চাই এই আশ্রয়কেন্দ্রে লাইব্রেরি হউক কিন্তু আ.লীগের দোসরদের এখানে কোন স্থান নেই। আমরা স্থানীয় সাধারণ মানুষ এই লাইব্রেরি প্রতিষ্ঠা করব। জামিল এবিষয়ে কোন বাঁধা সৃষ্টি করেননি।

আশ্রয়কেন্দ্রে আশ্রিত বুলবুলি ও লাবনী বলেন, জামিলের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা ষড়যন্ত্রমূলক। আমরা এখানে সবসময় থাকি। জামিল কোনোদিন এসে কারো কাছে এক টাকাও চাননি। বরং প্রকৃত ভূমিহীনদের ঘর পাইয়ে দিতে তিনি আমাদের জন্য সংগ্রাম করেছেন।

ইউনিয়ন প্রশাসক আখতার ফারুখ মিয়া বলেন, শল্লার বিলে পাঠাগার হচ্ছে এবিষয়ে আমি কিছুই জানিনা। আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা-তাও আমার জানা নেই। মীর রবি জানান, রওশন জামিল লাইব্রেরির কাজ বন্ধ করে দিয়েছে।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন মনজুরুল ইসলাম, মাহবুর শেখ, আব্দুল আউয়াল সহ আরও অনেকে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর