Home সারাদেশ ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রংপুর নিউজঃ
থাইল্যান্ডের ব্যাংককে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে।

সূত্রটি জানায়, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।

জানা যায়, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

মামলা দায়েরের আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও, সেগুলোতে আবদুল হামিদের নাম ছিল না।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here