Friday, May 2, 2025
Homeকুড়িগ্রামব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯ টা) তাদের খোঁজ মেলেনি। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুবরি দল উদ্ধার কাজে যোগ দেওয়ার কথা রয়েছে।’

শিশুরা হলো–বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর মেয়ে আঁখি খাতুন (৯) ও ছেলে আতিক হোসেন (৭)। এদের মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি ও অন্যরা প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের বাসিন্দা।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে গ্রামের পাঁচ শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আকাশ খারাপ করে এবং আকস্মিক বাতাস বইতে থাকে। এমন পরিস্থিতিতে এক শিশু পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে নদে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের বেশ কয়েকজন মিলে তাদের খোঁজাখুজি শুরু করে। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও তাদের পাওয়া যায়নি।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান  বলেন, ‘নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রাত পর্যন্ত কাইকে খুঁজে পাওয়া যায়নি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর