Friday, July 4, 2025
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটজন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর ব্রিজের উত্তর পাশে অভিযান চালায় পুলিশের টিম। এ সময় ডাকাতির উদ্দেশে সমবেত হওয়া একদল দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পুরাতন ব্যাগে থাকা দুটি ধারালো ছুরি, একটি দা, একটি খুর, দুটি লোহার পাইপ এবং একটি নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-জলিল মিয়া, শাহ আলম, মনির মিয়া, বিধান সরকার, লাল বাদশা ওরফে জামাল, মো. গাজীউর রহমান, আবুল কাশেম, ফয়েজ মিয়া।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর