Saturday, May 3, 2025
Homeপঞ্চগড়ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

জেলা প্রতিনিধি,পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তে রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

রোববার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে বোদা উপজেলার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের কাজীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ৮ বাংলাদেশির মধ্যে তিনজন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত বাংলাদেশিরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩), কাহারোল উপজেলাধীন তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জেলার বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আগমনের খবরে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ৩জন শিশু। তারা হিন্দু সম্প্রদায়ের।

এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের মধ্যে শিশু থাকায় ৩ শিশুকে সোমবার সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে তাদের আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারত যেতে সীমান্ত এলাকায় এসেছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা ঢাকা পোস্টকে বলেন, সীমান্ত দালালের মাধ্যেমে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় বোদা থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর