Friday, May 2, 2025
Homeদিনাজপুরভারতে মুসলিম হত্যা, মসজিদ-মাদরাসা ভাংচুরের প্রতিবাদে চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতে মুসলিম হত্যা, মসজিদ-মাদরাসা ভাংচুরের প্রতিবাদে চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল মবিন সবুজ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ

ভারতে মুসলিম হত্যা, মসজিদ-মাদরাসা ভাংচুরের প্রতিবাদে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর প্রতিটি মসজিদের ইমামদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল বের হয় এবং বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে রানীরবন্দর সুইহারীবাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে মাও. মনোয়ার বিন মহিউদ্দিন, মাও আবুল কালাম আজাদ, মাও. খয়রাত বিন শেরউল্লাহ, মাও. রবিউল ইসলাম, মাও. আতাউর রহমান, মাও. মোকাররম হোসেন, শাইখ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধুরাষ্ট্র নয়। তারা তাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের বন্ধুরাষ্ট্র। তারা সর্বদা মুসলিমদের শত্রু মনে করেন। ভারতীয় বাহিনীর সদস্যরা আমাদের মুসলিম ভাইদের হত্যা করেছে। তারা শুধু মুসলিম ভাইদের হত্যা করেই ক্ষান্ত হননি। তারা ফিলিস্তিনের মতো মুসলিমদের শত শত মসজিদ-মাদরাসা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন। তারা অবিলম্বে ভারতীয় মুসলিমদের প্রতি সবধরণের আগ্রাসন বন্ধের আহ্বান জানান। তারা বর্তমান সরকারের প্রধান ড. ইউনুসের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের প্রতিটি হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে বিভিন্ন প্রকার অস্ত্র মজুদ রয়েছে। তারা তল্লাশি চালিয়ে সেসব অস্ত্র উদ্ধারেরও আহ্বান জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর