Home আন্তর্জাতিক ভারত-পাকিস্তান সংঘাত : জরুরি ভিত্তিতে আইপিএল ম্যাচের ভেন্যু পরিবর্তন

ভারত-পাকিস্তান সংঘাত : জরুরি ভিত্তিতে আইপিএল ম্যাচের ভেন্যু পরিবর্তন

রংপুর নিউজ ডেস্কঃ

ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে জরুরি ভিত্তিতে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে আইপিএল। প্রতিবেশী দুই দেশের উত্তেজনার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

পূর্বঘোষিত সূচি অনুসারে, আগামী রোববার (১১ মে) জম্বু-কাশ্মীরের পাশ্ববর্তী হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাঞ্জাব-মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটি।  নতুন সিদ্ধান্ত অনুসারে একই দিনে এই ম্যাচ গড়াবে গুজরাট প্রদেশের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

গুজরাট ক্রিকেট অ্যাসিয়েশনের (জিসিএ) সচিব অনিল প্যাটেল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচটি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।’

যুদ্ধ পরিস্থিতি ভালো নয় বুঝতে পেরে ধর্মশালা ও আশপাশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে ভারত। ফলে গতকাল বুধবার (৭ মে) পূর্ব নির্ধারিত ভেন্যু ধর্মশালায় যেতে পারেনি মুম্বাই স্কোয়াড। রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়ারা বর্তমানে মুম্বাইয়েই অবস্থান করছেন।

অন্যদিকে আজ বৃহস্পতিবার (৮ মে) রাতে ধর্মশালায় ম্যাচ রয়েছে পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচটি ধর্মশালাতেই অনুষ্ঠিত হবে। বলা যায়, এক রকম বাধ্য হয়েই এই ম্যাচ নির্ধারিত ভেন্যু করছে ভারত। কেননা, ফ্লাইট বন্ধ করে দেওয়ায় ক্রিকেটাররা সেখান থেকে সরেও আসতে পারছেন না।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here