নুরুল আমিন ভুরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
২৮ জুলাই সোমবার বিকালে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকা থেকে তাদেক আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক(৩৫) ও উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান(৫৫)।
প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তির কথা বলে প্রতারণা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকুরীর প্রলোভন দেখিয়ে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের প্রতারক খলিলুর রহমান মুশফিককে ভূয়া ডিবি সাজিয়ে ওই এলাকার জনৈক সাইফুর রহমানের বাড়িতে গিয়ে তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকুরীর কথা বলে ২ লাখ টাকা দাবি করে এবং ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর চান।
তাদের আচরণ সন্দেহজনক মনে হলে মিনারা তার স্বামীকে ফোন দেন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান । অবস্থা বেগতিক দেখে প্রতারক চক্রের ওই দুই সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফুলকুমার নদের পাড় থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনতা ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
মুশফিক এর আগে রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র্যাব এর হাতে আটক হন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও কোটে পাঠানোর প্রক্রিয়া চলছে ।