Thursday, May 1, 2025
Homeকুড়িগ্রামভূরুঙ্গামারীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ভূরুঙ্গামারীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

১লা মে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি,আনন্দ শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ।

আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী, বিনা মূল্যে চিকিৎসা, ন্যায্য মূল্যে রেশনিং প্রদান, বাসস্থানের ব্যবস্থাসহ ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানান।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বক্তারা ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করে মেহনতি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয়তাবাদী শ্রমিকদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংক-লরি, কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

পৃথক আলোচনা সভায় ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন ফোরামের আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, শ্রমিকদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মুক্তা প্রমুখ ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর