Friday, May 2, 2025
Homeকুড়িগ্রামভূরুঙ্গামারীতে মিছিলে হামলা ও নাশকতার মামলায় গ্রেফতার ৪

ভূরুঙ্গামারীতে মিছিলে হামলা ও নাশকতার মামলায় গ্রেফতার ৪

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও নাশকতা মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতিসহ ৪ আওয়ামীও ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি ও মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী মুকুল (৫৫), আব্দুর রহিম (৬০), ছাত্রলীগের আশরাফুল (৩০) ও শাহীন আলম (২৭)। তারা সদর ইউনিয়নের দেওয়ানের খামার এবং শাহীন আলম বীর বারইটারী গ্রামের বাসিন্দা।

জানাগেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও নাশকতার ঘটনায় উত্তর তিলাই গ্রামের আব্দুল কুদ্দুছ বাদী হয়ে বুধবার একটি মামলা করে। মামলায় ৫২ জন আওয়মীলীগের নেতাকর্মী নাম দিয়ে ও অজ্ঞাত আরো ২০০ থেকে ২২০ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী জামায়াতের ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার (ভারপ্রাপ্ত ওসি) এস আই আশরাফুল আলম জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর