নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মে সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোকাদ্দেস আলীর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রইচ উদ্দিন বাদশা, কৃষক দলের সাবেক সভাপতি আবুল কাসেম, সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুর ইসলাম ।
এছাড়াও উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি আসাদুজ্জামান সোহাগ, মাহামুদুল হাসান বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, ফরহাদ আলী, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জান মিলু, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফকরুল হাসান সাধারণ সম্পাদক বলদিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ।
এ ছাড়াও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ শহীদ জিয়া স্মৃতি সংসদের দশটি ইউনিয়নের হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।