রংপুর নিউজঃ
রাখাইনে ‘মানবিক করিডোর’ ইস্যুতে ছড়ানো গুজব ও অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অডিটরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিইউপি আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারে কোনও ‘প্রক্সি ওয়ারে’ জড়ানোর প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নিয়ে আমরা কোনও আলোচনা বা চুক্তিতে পৌঁছাইনি।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ সবসময় মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই না রাখাইন কিংবা মিয়ানমারে নতুন করে অস্থিরতা তৈরি হোক। সে বার্তা মিয়ানমার সরকারকে আবারও স্পষ্টভাবে জানানো হয়েছে।
‘মানবিক করিডোর’ ইস্যুতে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এটি কোনও করিডোর নয়। আমরা শুধু মানবিক সহায়তা পৌঁছাতে একটি ‘চ্যানেল’ গঠনের আলোচনা করেছি। করিডোর ও চ্যানেল এক বিষয় নয়। এমন চ্যানেল বাস্তবায়িত হলে তা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শুধু ত্রাণ ও খাদ্য সহায়তায় ব্যবহৃত হবে।