Sunday, July 13, 2025
Homeক্যাম্পাসমিটফোর্ডের ঘটনার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) প্রথম প্রহরে কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয়। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, “‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ হয়েছে দেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।

সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। মিটফোর্ডের মতো নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

ইডেন কলেজের শিক্ষার্থী মোর্কারেমা বলেন, ‘সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে জীবন দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইডেনের প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে। নারী শিক্ষার্থীরাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’

তারা সবাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সারা দেশে চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর