Home দিনাজপুর মিথ্যা অপবাদের বিচার চেয়ে আত্মহত্যার হুমকি, চিরকুট হাতে উপজেলা কার্যালয়ে কল্পনা বেগম

মিথ্যা অপবাদের বিচার চেয়ে আত্মহত্যার হুমকি, চিরকুট হাতে উপজেলা কার্যালয়ে কল্পনা বেগম

মিথ্যা অপবাদের বিচার চেয়ে আত্মহত্যার হুমকি, চিরকুট হাতে উপজেলা কার্যালয়ে কল্পনা বেগম

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ তুলে আত্মহত্যার চিরকুট হাতে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কল্পনা বেগম নামে এক হতদরিদ্র নারী।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলা এলজিইডি কার্যালয়ের সামনে চিরকুট হাতে দেখা যায় হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেব মাঠপাড়ার বাসিন্দা কল্পনা বেগমকে। তিনি বলেন, সরকারি রাস্তার মাটি কাটার কাজে নারী শ্রমিক নিয়োগের খবর পেয়ে কাগজপত্রসহ আবেদন করেন। এমনকি ইউএনও বরাবরও আবেদন করেন এবং সুপারিশও পান।

তবে অভিযোগ অনুযায়ী, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব তাঁকে কাজ না দিয়ে বরং “চরিত্র খারাপ” মর্মে অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দেন। এ অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চিরকুট লিখে হাতে নিয়ে সুবিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন উপজেলা চত্বরে।

কল্পনা বেগম জানান, “আমার স্বামী নেই, ছেলে নেই, একমাত্র মেয়েটির বিয়েও হয়ে গেছে। সেলাই কাজ করে কোনো রকমে চলে, ঘরে এক মুঠো চালও নেই। কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু কাজ তো পেলাম না, উল্টো অপবাদ জুটলো। আমার অপরাধ কী?”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আহসান হাবীব জানান, “আমি বর্তমানে ছুটিতে আছি। অফিসে এসে বিস্তারিত জানানো হবে।”

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় বলেন, “এলজিইডি বিষয়টি দেখছে। যদি তিনি কাজ পাওয়ার যোগ্য হন, তাহলে অবশ্যই সুযোগ পাবেন। তাছাড়া, মানবিক বিবেচনায় তাকে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হবে।”

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here