মোজো ডেস্কঃ
পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভিতর থেকে হুমাইরা আসগর (৩২) নামে এক মডেল ও অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তার। বন্ধ দরজার ভিতরে দেহটি পচে-গলে গিয়েছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বুধবার হুমাইরা আসগরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর পিতা লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। লাশ উদ্ধারের পরপরই পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু হুমাইরার বাবা মেয়ের লাশ গ্রহণে রাজি নন।
এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।
পুলিশ জানিয়েছে, তাকে (বাবাকে) করাচিতে আসার জন্য বহুবার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরিবারের পক্ষ থেকেও এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি। পুলিশ জানায়, মৃতদেহটি প্রচণ্ডভাবে পচে গিয়েছিল।
যা থেকে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে। অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে।
লাহোরে জন্মগ্রহণ করা হুমাইরা তার স্বপ্ন পূরণের আশায় করাচিতে চলে আসেন। তবে এ শহরেই থেমে গেল তার জীবন প্রদীপ। ২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন হুমাইরা।
২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি পান। তবে বিগত কয়েক বছর ধরে ছিলেন লাইমলাইটের বাইরে। ২০১৮ সাল থেকে হুমাইরা ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া দিতেন না। তিনি পুরোপুরি নিঃসঙ্গতায় বসবাস করছিলেন বলেই জানিয়েছেন পুলিশ।