রংপুর নিউজঃ
রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলো- ইবনুল নাবিদ (৩৮), আকাশ (২২), হেলাল (২২), গোলজা (২৬), আব্বাস আলী (৩২) ও আরমান (৪০)।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (১২ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, সোমবার দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্ট থেকে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে দ্রুত বিচার আইনের মামলায় দুইজন, দস্যুতার চেষ্টা মামলায় দুইজন, নারী ও শিশু আইনে একজন ও জিআর পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box