Tuesday, July 15, 2025
Homeজাতীয়যুক্তরাষ্ট্রফেরত আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রফেরত আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমু (৬২) গ্রেফতার হয়েছেন।

সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হয়ে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আমেরিকায় আত্মগোপনে চলে যান।

ওসি আরও জানান, সোমবার ভোরে তিনি আমেরিকা থেকে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর