রংপুর প্রতিনিধিঃ
রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একটি পুকুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর নগরীর আলমনগর পীরপুর এলাকার শাহীন হোসেনের ছেলে নিলয় হোসেন (তনু) (২৭) ও কামারপাড়া এলাকার মৃত গাউসুল হকের ছেলে আল শাহারিয়ার (সাহস) (২৬)। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর পুলিশ সূত্রে জানিয়েছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা থেকে ফেরা পথে কারমাইকেল কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মনিরুল ও সত্যম রংপুর নগরীর মডার্ন এলাকা থেকে রিকশাযোগে কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডে যাওয়ার পথে তাদেরকে দেশীয় অস্ত্র দেখিয়ে আটকে রাখে তিন ছিনতাইকারী। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ব্যাংকের এটিএম কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার আগে সত্যমকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় ভুক্তভোগীরা মেট্রোপলিটন তাজহাট থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে আল শাহরিয়ার সাহস ও নিলয় হোসেন ধনুকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করার পাশাপাশি ভুক্তভোগীদের মোবাইল ফোন ও মানিব্যাগ জব্দ করা হয়েছে।