Monday, May 12, 2025
Homeরংপুররংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহীর মৃত্যু

রংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহীর মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।

সোমবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার জামতলার গর্ন্ধকপুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে বলে জানান বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান।

নিহতরা হলেন- উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদ মিয়া (১৮) এবং পীরগঞ্জ পৌরসভার প্রয়াত কুদ্দুস মিয়ার ছেলে আনিছুর রহমান রানু (৩২)।

আহতরা হলেন- উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের কদমতলী বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম বাবু (১৮) এবং পৌরসভার ওসমানুর গ্রামের প্রয়াত হুজুর আলীর ছেলে রেজাউল মিয়া (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাহিদ মারা যান। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আনিছুর রহমান মারা যান।

ওসি মনিরুজ্জামান বলেন, আহত দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর