Monday, May 12, 2025
Homeরংপুররংপুরে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

রংপুরে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার অন্যতম আসামি এক ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা পুলিশ নগরীর স্টেশন বাবুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার জানান।

গ্রেপ্তার আল আমিন হোসেন ওই এলাকার বাসিন্দা। তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সদস্য হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশের উপ কমিশনার আরও বলেন, আল আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা ও গুলিতে আহত এক বিএনপি নেতা হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি।

তিনি রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

একই মামলায় গত ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী বলেন, “হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে, সেখান থেকেই তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর