ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় পৌরসভার উত্তর জালাসী এলাকার দক্ষিণ পাশে বসবাসকারী এক নিঃসঙ্গ ও অসহায় ব্যক্তি আলমগীর হোসেন। এক সময়ের কৃষক ও দিনমজুর এই মানুষটি আজ শারীরিক অসুস্থতা, পারিবারিক পরিত্যাগ ও চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন।
সম্প্রতি রংপুর নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে তার করুণ জীবন-সংগ্রামের চিত্র। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হওয়ার পরপরই তৎপর হয়ে ওঠেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ইউএনও সরেজমিনে আলমগীর হোসেনের খোঁজ নেন এবং জরুরি সহায়তার ব্যবস্থা করেন। প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও)-এর মাধ্যমে সরবরাহ করা হয় জরুরি খাদ্যসামগ্রী ও শুকনো খাবার।
এছাড়াও নিয়মিত খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে তার দেখভালের জন্য একজন মহিলাকে নিযুক্ত করা হয়েছে, যিনি প্রতিদিন রান্না করে খাবার পৌঁছে দেবেন আলমগীরের কাছে।
ইউএনও মো. জাকির হোসেন বলেন, “আলমগীর হোসেন যেন অনাহারে না থাকেন, তা নিশ্চিত করতে আমরা প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। একজন অসহায় মানুষের জীবনে একটু শান্তি ফেরানোই আমাদের দায়িত্ব।”
এই উদ্যোগ শুধু প্রশাসনিক দায়িত্ব নয়। সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও দাতাসংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা থাকলে আলমগীর হোসেনের মতো অসংখ্য মানুষ নতুন করে বাঁচার সাহস পাবে।
স্থানীয়রা বলেন, “আমরা কৃতজ্ঞ ইউএনও স্যারের মতো একজন মানবিক মানুষের প্রতি। তবে একজন মানুষের জীবন বদলাতে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।”