Friday, May 2, 2025
Homeরংপুররংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অটোচালক মানিক মিয়া হত্যা এবং ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে রংপুর নগরীর বাবুখা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজু মহানগর জাতীয় শ্রমিক লীগের সম্পাদকীয় পদে রয়েছেন। তিনি রংপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী কাউন্সিলর পরিষদের নেতাও ছিলেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলনে ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলা তদন্তে রংপুর সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুর নাম এসেছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার নামে অটোচালক মানিক মিয়া হত্যা মামলাসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর